কালের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টারঃ–
নারায়ণগঞ্জের বন্দরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার নবীগঞ্জ এলাকার মদনপুর মদনগঞ্জ সড়কের পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের পড়নে ছিল কালো গেঞ্জি ও বাদামি প্যান্ট। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর পুলিশ ফাঁড়ির পরিদর্শক এইচ এম মাহমুদ।
মাহমুদ বলেন, ‘বিকেলে স্থানীয়রা ডোবায় লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে আমাদের একটি টিম লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি।’
নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা এমন প্রশ্নে বলেন, ‘লাশটি অর্ধগলিত থাকায় আঘাতের চিহ্ন স্পষ্ট নয়। তবে আমাদের ধারণা তাকে হত্যা করে তার মরদেহ ডোবায় ফেলে দেওয়া হয়েছে। ময়নাতদন্ত ও নিহতের পরিচয় জানা গেলে বিস্তারিত বেরিয়ে আসবে।’