কালের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টারঃ–
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে আটটার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার হয় মোঃ কাইয়ুম খান (২০)
শুটকি ও আচারের মোড়কের ভেতর ইয়াবা পরিবহনের সময় ২০ বছর বয়সী এ তরুণ গ্রেপ্তার হয়েছেন৷
রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম এ তথ্য জানান৷
গ্রেপ্তার তরুণ কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং গ্রামের হাফেজ উল্লাহর ছেলে৷
তাকে তল্লাশি চালিয়ে ৮ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷
তরিকুল ইসলাম জানান, টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান নারায়ণগঞ্জ আসছে এমন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। সন্ধ্যা পৌনে আটটার দিকে সন্দেহভাজন এক ব্যক্তি চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাস থেকে নামলে পুলিশ তাকে আটক করে। ওই ব্যক্তির হাতে থাকা একটি শপিং ব্যাগে শুটকি এবং আচারের মধ্যে তল্লাশি করলে ৮ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়৷
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে এ পুলিশ কর্মকর্তা আরও জানান, ‘চক্রটি দীর্ঘদিন যাবৎ টেকনাফ থেকে ইয়াবা নিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের কার্যক্রম প্রক্রিয়াধীন।