পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন -রেজওয়ানা হাসান

কালের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টারঃ-

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসবে তিনি বন রক্ষা করার আহ্বান জানিয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।

বালু উত্তলন রোধে সরকার বিশেষ নজরদারি রাখবে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন। এ ছাড়া বন রক্ষা করতে হবে। বন না থাকলে দেশের সংস্কৃতি থাকবে না।

পাহাড়ের সবার অধিকার ও তাদের দাবি পূরণে কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পাহাড়ি বা সীমান্তে বনায়ন সরকার নিতে চাইলে গোষ্ঠীদের অনুমতি নিয়েই কাজ করা হবে।

এ ছাড়া গারো ও অন্যান্য সম্প্রদায়ের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে বলেও জানান সৈয়দা রেজওয়ানা হাসান।

তিনি আরও বলেন মধুপর নিয়ে বিগত সরকারের আমলে রায়ের সিদ্ধান্ত যৌক্তিক ছিল না। মধুপুর শালবন এই অন্তর্বর্তী সরকার ফিরিয়ে আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *