Daily kaler Narayanganj:নারায়ণগঞ্জ শহরে দীর্ঘ দীন যাবৎ বিভিন্ন থানায় কর্মরত এস আই কামরুল। ফতুলা, নরসিংদী, সিদ্ধিরগঞ্জ থানা এবং ডিবিতেও ছিলেন পেশাগত দায়িত্বে।তার পেশাগত দায়িত্বে সন্তুষ্ট হয়ে উর্ধতন কর্মকর্তা তাকে বারবার নারায়ণগঞ্জ শহরে দায়িত্ব দেওয়াটা অনেকের পছন্দ নয়।
নানা ভাবে,নানা সময়ে বিত্তিহীন সংবাদ দিয়ে তাকে বিবৃতি করার অপচেষ্টা চালাচ্ছে কিছু কুচক্রি মহল। গত ৫ তারিখ রোজ শনিবার হত্যা মামলার আসামী মিজানকে মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ তুলে এস আই কামরুলের নামে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করে।অথচ এই মামলার তদন্তে ছিলেন না এস আই কামরুল।
তিনি নবাগত ওসির নির্দেশ আরো এস আই এর সাথে সংঙ্গিও ফোর্স হিসেবে তাকে আটক করে মাত্র।এর পরে তাকে ছাড়া হয়েছে নাকি চালান দিয়েছে সেটা তার বোধ গম্য নয়।
সে জানায় আমি সিদ্ধিরগঞ্জ থানায় থাকা কালীন রবিন তথা নারায়ণগঞ্জ টাইস্ এর সম্পাদক একটি জিডি করেন আওয়ামী লীগের কর্মীর নামে, সেই জিডির একশান না হওয়ায় তার নামে এখন অপপ্রচার চালাচ্ছে।শুদু মাত্র ব্যক্তিগত আক্রোশ থেকেই এই সংবাদ প্রকাশ করা হয়।এমন ভিত্তিহীন সংবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা মাত্র।
এ বিষয়ে ওসি বলেন” সংবাদে উলেখ্য মামলা নং ২৩ এর ৪৪ নং আসামী। অথচ আমাদের সিএম এস (অনলাইন)এ আমাদের এই নামে কোনো আসামী নেই।