বন্দরে ২৪ কেজি গাঁজা সহ ৩ যুবক আটক

Daily kaler naraynganj:আটককৃতরা হলো,কুমিল্লা শুয়াগাজী তারাপুর এলাকার মৃত আবদুল মানিকের ছেলে মো. হান্নান (৩০) চাঁদপুর মতলবের বড় হলদিয়া গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মো. শাহীন (২৫) ও একই এলাকার মৃত আবু সাঈদের ছেলে ডায়মন্ড পাটোয়ারী (৩১)।

বন্দরে ৩ যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃতরা মাদক কারবারি। বুধবার (২০ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাফি পেট্রোল পাম্পের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা, ২টি মোবাইল সেট ও মাদক বহনকৃত প্রাইভেট কার উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

তথ্যটি নিশ্চিত করে বন্দর থানায় ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানান, গোপন সূত্রের মাধ্যমে মাদক সরবারহের খবর পেয়ে বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের রাফি পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৩৫- ৯২৯৬) সহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রাইভেট কার তল্লাশি করে ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ ২টি মোবাইল সেট ও মাদক বহনকৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *