Daily Kaler Narayanganj:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৩৮৯২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মনির হোসেন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-(১১) গ্রেপ্তারকৃত মনির হোসেন জেলার রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। রবিবার (২২ জুন) র্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন। এরআগে শনিবার সোনারগাঁয়ের আষাড়িয়ার চর এলাকায় অভিযান পরিচালনা করে ওই ইয়াবাসহ মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মো. মনির হোসেন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার জেলা হতে আনায়ন করে নারায়ণগঞ্জ ও ঢাকা সহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।