কালের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টারঃ-
২০ দলীয় জোট শীর্ষ নেতা ও বাংলাদেশের সাম্যবাদী দল এম.এল. এর প্রধান কমরেড সাইদ আহমেদ কালের নারায়ণগঞ্জকে দেয়া এক বিবৃতিতে বলেন-
৭ ই নভেম্বর একটি ঐতিহাসিক দিবস, সে দিনটি ছিল জাতীয় মুক্তির দিন।
৭ই নভেম্বরের সিপাহী বিপ্লবের মাধ্যমে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবির্ভাব না ঘটলে বাংলাদেশের ইতিহাস হয়তো ভিন্ন খাতে প্রবাহিত হতো।
আমাদের দেশটি সম্পূর্ণরূপে আধিপত্যবাদী ভারতের কবলে গ্রাস করে নেবার চক্রান্তকে রুখে দিয়েছিল সাবেক সার্থক প্রেসিডেন্ট গণমানুষের মুক্তির দিশারী প্রয়াত নেতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান।
সাতই নভেম্বরের সেই দিনে দিল্লির মসনদ কেঁপে উঠেছিল,
আধিপত্যবাদী ভারতের সুপরিকল্পিত চক্রান্তকে রুখে দিয়েছিল বাংলার সূর্য সৈনিকেরা, যারা নেতৃত্ব দিয়েছিল সিপাহী বিপ্লবের ঐতিহাসিক দিনটির।
সাইদ আহমেদ আরও বলেন-
এখনো ওই ভারতীয় শকুনের দলেরা থেমে নেই, দেশের আনাচে-কানাচে শহরে বন্দরে, ভারতের গোয়েন্দা সংস্থা ” র “এর গুপ্তচর বৃত্তির মাধ্যমে দেশীয় দালালেরা আমাদের দেশটাকে পুনরায় উত্তপ্ততার মধ্য দিয়ে জঙ্গিবাদী রাষ্ট্রতে রূপান্তরের সুপরিকল্পিত চক্রান্তকে রুখে দিতে হবে ।
আসুন আমরা দল মত নির্বিশেষে আমাদের প্রিয় মাতৃভূমিটাকে রক্ষা করি এবং ৭ই নভেম্বরের সার্থকতা কে প্রাতিষ্ঠানিক রূপে গড়ে তুলি ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের শামিল হওয়ার অঙ্গীকার’বদ্ধ হই।।