Daily Kaler Narayanganj:নারায়ণগঞ্জ বিজ্ঞ চীফ জুডিশিয়াল আদালতের একটি মামলায় ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মশিউর রহমান নামের একজনকে আদালত কারাগারে প্রেরন করেছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হায়দার আলীর আদালতে মামলাটি উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত উভয়পক্ষের যুক্তি তর্কের ভিত্তিতে আসামীকে কারাগারে প্রেরন করেন।
মামলার এজহার সুত্রে জানাযায়, শওকত আলী ক্লাসিক টেক্সটাইল মিলস নামের একটি প্রতিষ্ঠানের মালিক তার প্রতিষ্ঠানে মোঃ মশিউর রহমান এডমিন অফিসার ও মোঃ মনিরুল হক পরসেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তারা উভয় যোগসাজসে ৪০ লাখ টাকা আত্মসাত করেন, যা বিজ্ঞ আতালতে অভিযোগ প্রমানিত হয়। আদালত উভয়পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শেষে বিবাদী মশিউর রহমানের জামিন না মঞ্জুর করে কারাগানে প্রেরন করেন।
প্রসঙ্গত, মোঃ মনিরুল ইসলাম বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে মোঃ মশিউর রহমান ও মোঃ মনিরুল হককে বিগত ৩০ সেপ্টেম্ব ২০২২ সালে তাদের চাকুরি থেকে অব্যাহতি প্রদান করেন।