আমি এই স্কুলে পড়াশোনা করেছি স্কুলটিতে থাকাবস্থায় শিক্ষকরা আমাকে শাসন করেছেন

Daily kaler narayanganj: সংবর্ধনা অনুষ্ঠানে রনি বলেন, আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস থ্রি পর্যন্ত স্কুলটিতে পড়েছি। আমি স্টুডেন্ট হিসেবে তেমন ভালো ছিলাম না। সেসময়ে এই স্কুলের দায়িত্বে যিনি ছিলেন আমার মা আমাকে সেই আপার কাছে নিয়ে এসেছিলেন। উনি আমাকে হাসিমুখে পড়াতেন, কখনও মারতেন না। আপা এমন কিছু কথা বলতেন যার জন্য আমার চোখ থেকে পানি চলে আসতো। আমি ভালো করে পড়ার চেষ্টা করতাম। আমি আপার কাছে এতটাই কৃতজ্ঞ, যে উনাকে দেখে আমার চোখে এখনও পানি চলে আসে। পড়াশোনা করে এই পর্যায়ে আসতে পেরেছি। আমি যদি তার হাত ধরে পড়াশোনা না করতাম, হয়ত আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, আমি এই স্কুলে পড়াশোনা করেছি। স্কুলটিতে থাকাবস্থায় শিক্ষকরা আমাকে শাসন করেছেন, গাইড করেছেন। তাই স্কুলের অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। হাশিমাখা পরিবেশে কথা বলতে পেরে আমি অনেক আনন্দিত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ফতুল্লায় ৬৯ নং পশ্চিম মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *