কালের নারায়নগঞ্জ স্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জ সদর উপজেলা যুবলীগের সদস্য ও একাধিক মামলার আসামি ফারুক হোসেন রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে শহরের মণ্ডলপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফারুক হোসেন রিপন সৈয়দপুর এলাকার আব্দুর রহমানের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।
ওসি নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার ফারুকের বিরুদ্ধে সদর থানায় একটি, ফতুল্লায় একটি ও সোনারগাঁও থানায় একটি মামলা আছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় মামলা আছে কিনা তা দেখা হচ্ছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার ফারুককে বুধবার (১৩ নভেম্বর) আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।