কোস্টগার্ডের হাতে ১৬ কোটি টাকার বিদেশি শাড়ি জব্দ

Daily kaler narayanganj:ফতুল্লায় ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১৬ কোটি টাকা মূল্যের শাড়ি, চাদর, থ্রি পিস এবং লেহেঙ্গার কাপড় জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম। এ আগে শুক্রবার পাগলা কোস্টগার্ড স্টেশনের একটি দল এ অভিযান পরিচালনা করে।

জব্দকৃত কাপরগুলো হলো, ৫ হাজার ৩৩৮ টি শাড়ি, ১ হাজার ২৪৫ টি চাদর, ১৮৬ সেট থ্রি পিস ও ২৯ পিস লেহেঙ্গা।

এবিষয়ে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে জানান, ‘শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ ভারতীয় পণ্যের একটি চালান নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফতুল্লা থানাধীন শিবু মার্কেট সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক ট্রাককে থামার সংকেত দিলে তা সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের অভিযানিক দল ট্রাকটিকে ধাওয়া করে ড্রাইভারসহ ট্রাকটি আটক করে। ট্রাকটি তল্লাশি করে প্রায় ১৬ কোটি ৪ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি, চাদর, থ্রি পিস, লেহেঙ্গা ও একটি ট্রাক জব্দ করা হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *