Daily Kaler Narayanganj:নারায়ণগঞ্জে আওয়ামী লীগের শাসনামলে শত শত মামলায় আসামি হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তবে এসকল মামলার বেশিরভাগই অস্পষ্ট ও প্রশ্নবিদ্ধ ছিল।
তবুও এসকল মামলায় গ্রেফতার হয়ে দিনের পর দিন কারাগারে থাকতে হত সব বিএনপি নেতাকর্মীদের। বিগত সরকারের আমলে নতুন কোন ইস্যুতে বিএনপি আন্দোলনের ডাক দিলেই গায়েবি মামলার হিড়িক পড়ে যেত। ঢাকার পার্শ্ববর্তী জেলা হওয়ায় নারায়ণগঞ্জে এর মাত্রা ছিল ভয়াবহ। নারায়ণগঞ্জের পাশাপাশি ঢাকায়ও এসকল গায়েবি মামলায় আসামি হতেন বিএনপি নেতাকর্মীরা।
এসকল মালায় দিনের পর দিন কারাগারে আটকে রাখা হত বিএনপি নেতাকর্মীদের। যারা গ্রেফতার এড়াতে সক্ষম হতেন তাঁদের বাড়িঘর, পরিবার ছেড়ে দিনের পর দিন পলাতক অবস্থায় জীবন কাটাতে হত। ২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগে নারায়ণগঞ্জে গায়েবি মামলার ঘটনা ভয়াবহ রুপ ধারণ করে।
সেসময় নির্বাচনে প্রচার প্রচারণা থেকে বিএনপি নেতাকর্মীদের বিরত রাখতে প্রচুর মামলা দায়ের করা হয়েছিল। এসকল মামলায় গ্রেফতার হন অনেকেই। এছাড়াও সরকার বিরোধী আন্দোলনে ২০১৩ সাল থেকে নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দায়ের হয়। এসকল মামলার বেশিরভাগই পুলিশ বাদী হয়ে দায়ের করা হয়েছিল। এসকল মামলার ঘটনা অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রেই ঘটনা ঘটেনি এমন অপরাধের অভিযোগে বিএনপি নেতাকর্মীদের অভিযুক্ত করা হয়েছে। মূলত বিএনপি নেতাকর্মীদের আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা ও রাজপথে নামতে না দেয়াই এসকল মামলার মূল উদ্দেশ্য ছিল।
স্থানীয় সংসদ ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মদদেই এসকল মামলা দায়ের করা হত।