টেকা তো দিমুই না তোরে মাই<রা লামু।পাওনা টাকা চাওয়ায় হত্যা<র হুম<কি, নিরাপত্তা হীনতায় ভুগছে ভুক্তভোগীর পরিবার।

Daily kaler Narayanganj:নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন মধ্য ধর্মগন্জ, পাকাপুল এনায়েত নগর,বসবাস রত একটি প্রতারক চক্র দীর্ঘদীন যাবৎ ভিসা,এজেন্সি ব্যবসা, বা অন্যান্ন ব্যবসার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে নানা ভাবে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। তবে নেওয়ার সম্পর্কটা মিষ্টি থাকলেও পরবর্তীতে সেই টাকা চাইতে গেলেই ভুক্তভোগীকে পড়তে হয় নানা বিপাকে।সালেহ মাহমুদ উজ্জল মধ্য ধর্মগন্জ এনায়েত নগর নিবাসী গত ২০২৩ইং এ দুবাই পাড়ি জমান সোলাইমান এবং রেখার মাধ্যমে।

সেই থেকে হয় সুসম্পর্ক, কারনে অকারনে বার বার সালেহ মাহমুদ উজ্জলেকে ব্যবসায় টাকা বিনিয়োগ করতে বলায় এবং মাসিক মুনাফাবাবদ এই টাকার ভালো একটা বেনিফিট এর কথা বললে উজ্জ্বল তাদের এই প্রতারণার ফাঁদে পা দেয়। কয়েক দাপে প্রায় ১২ লক্ষ টাকা দেয় ভুক্তভোগী।টাকা পাওয়ার এক মাস পর থেকেই সোলাইমান এবং রেখা উজ্জলের সাথে যোগাযোগ বিছিন্ন করে দেয়।দুবাই প্রাবাসি উজ্জল কুল কিনারা না পেয়ে তার পিতা এবং স্ত্রীকে মধ্য ধর্মগন্জ, পাকাপুল,ভুইয়াবাড়ি, এনায়েত নগর সোলাইমানের বাড়িতে পাঠায়। সেখানে থাকা রেখা বেগম অখদ্য ভাষায় গালিগালাজ করে উজ্জ্বলে স্ত্রী কে।

পরবর্তীতে কয়েক দাপে বসে পঞ্চায়েত বিচার এবং বার বার রেখা সহ তার ভাই মন্জু এই টাকা ফিরত দেওয়ার কথা বললেও ফিরত দেয় নি একটি টাকাও। অবশেষে গত ১৫-১০ -২০২৪ ইং তারিখে ভুক্তভোগীর স্ত্রী তাদের নিকট টাকা চাইতে গেলে তাকে সকলের সামনে মনির এবং মন্জু শ্রীলতা হানি এবং হত্যার হুমকি দেয়। এই বিষয়ে ফতুল্লা মডেল থানায় একাধিক অভিযোগ করেছেন,সালেহ মাহমুদ উজ্জলের স্ত্রী দিবা।তার অভিযোগের ভিত্তি তে কয়েক বার পুলিশ ঘটনা স্থলে গিয়েও আসামিকে গেফতার করতে সক্ষম হয়নি তারা পালিয়ে বেড়ায়।

অবশেষে বিষয়টি ভালো ভাবে আমলে নিয়ে প্রতারক চক্রটিকে আইনের আওতায় আনার জোর দাবি করেন ভুক্তভোগীর পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *