দেশবাসীকে জাগো হিন্দু পরিষদে পক্ষ থেকে শারদীয় দুর্গা-পূজার শুভেচ্ছা ও অভিনন্দন দূর্যয় সেন পলাশ

Daily kaler Narayanganj:সনাতন ধর্মাবলম্বী মানুষদের প্রধান ধর্মীয় উৎসব,শারদীয় দূর্গা পূজা উপলক্ষে জাগো হিন্দু পরিষদ এর পক্ষ থেকে, নারায়ণগঞ্জ-বাসীসহ দেশ-বিদেশের সকল সম্প্রদায়ের মানুষদের শারদ উৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

দূর্যয় সেন পলাশ। এর শুভেচ্ছা বরেন- দূর্গা পূজা সনাতন ধর্মাবলম্বী মানুষদের প্রধান ধর্মীয় উৎসব -এবারের শারদীয় দূর্গা পূজা ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে -তাই সকলেই দায়িত্ব নিয়ে নিজ নিজ দুর্গা মায়ের পূজা করার আহবান জানান।

প্রতিবারই দেবী দূর্গার আগমন ঘটে অসুরকে বদ করার জন্য – সম্প্রতি সময়ে আমাদের সমাজে /রাষ্ট্র কিছু অসুররে সৃষ্টি হয়েছে।

এগুলো ধংস/বিনাশ হোক দেবী দূর্গার কাছে এটাই হোক এবারের দুর্গাপূজার মূল আরাধনার ও প্রার্থনা বিষয়।

আবার ও সবাইকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *