নারায়ণগঞ্জে মন্ডলপাড়ায় যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা।

Daily Kaler Narayanganj:নারায়ণগঞ্জে প্রকাশ্যে নাসির (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। মঙ্গলবার (২৫ জুন) রাতে শহরের মন্ডলপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসির জেলার সদর উপজেলার ফরাজিকান্দা আল আমিন নগর এলাকার বাবুল শেখের ছেলে। সে হোসিয়ারি শ্রমিকের কাজ করতো।

জানা গেছে, রাতে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে তাকে বাড়ি থেকে সেখানে ডেকে নিয়ে গিয়ে একদল মাদক ব্যবসায়ী প্রকাশ্যে তাকে এলোপাতালো কুপিয়ে হত্যা করে। পরে আসে পাসে লোকজন তাকে দ্রুত সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি, বিস্তারিত পরে জানাতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *