Daily kaler Narayanganj:গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফিরোজকে (৩৫) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৩ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাবের মিডিয়া অফিসার সনদ বড়ুয়া।
ফিরোজ সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ বাতেন পাড়া এলাকার নবী হোসেনের ছেলে।
র্যাব জানায়, গত ৬ আগস্ট বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালায় ফিরোজ। ২০০৬ সালের ২৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় সালেহা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। গত ২০১৪ সালের ২০ এপ্রিল নারায়ণগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ম আদালতের বিচারক মামুন উর রশিদ আসামি ফিরোজকে মৃত্যুদণ্ড ও অপর আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।