কালের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জ’র সিদ্ধিরগঞ্জ থানাধীন আজিবপুরে পৈতৃক সম্পদের ভাগবাটোয়ারা নিয়ে আপন বড় বোন শাহনাজ আক্তার(৫৫) নামের সাবেক শিক্ষিকা’কে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তারই ছোট দুই ভাই শামীম রহমান ও মামনুল কবীরের বিরুদ্ধে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৫ নং ওয়ার্ড’স্থ আজিবপুর মাজার রোড এলাকায় ভুক্তভোগী শাহনাজ আক্তার তার নামজারীকৃত বন্টন করা জায়গায় পুরাতন স্থাপনা নতুন করে সংস্কার কাজ করতে গেলে শামীম রহমান ও মামনুল কবীর (ভুক্তভোগী’র আপন দু’ভাই) হামলা চালায়।
এ সময় হামলার শিকার নারীর দুই ছেলে মাকে রক্ষা করতে এগিয়ে আসলে, তাদের উপরেও এলোপাতাড়ি আঘাত করেন জমি খেকো শামীম ও কবির।
অভিযোগ রয়েছে, শামীম ও কবীর (সহোদয়) কোর্ট অবমাননা করে বিচারকের দেয়া আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোর পূর্বক দীর্ঘদিন ধরে শাহনাজ আক্তারের প্রাপ্য পৈতৃক সম্পদ দখল করে রাখেন। শুধু জায়গা দখলে নিয়ে শাম্ত হয়নি তারা। মায়ের নামে অনুমোদিত গ্যাস সংযোগ শামীম নিজেই বিচ্ছিন্ন করে বোনের পরিবারসহ টানা দু’মাস ২টি ভাড়াটিয়া পরিবারের মৌলিক অধিকার কেরে নেয় । আশ্চর্য বিষয় হলো এখনো হামলার শিকার ভুক্তভোগী নারী তার মৌলিক অধিকার হতে বঞ্চিত।
স্থানীয়দের অভিযোগ, শামীম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে থানা পুলিশকে বিভ্রান্ত করেন। শামীম নিজেকে পুরো এলাকায় নারায়ণগঞ্জ’র সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বলে পরিচয় দিয়ে থাকেন। তবে বাস্তবে শামীম নামের কোন ব্যক্তি সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সদস্য পদেও নেই। এবার আমরা তার কাছে তার কর্মরত মাধ্যমের নাম জানতে চাই। পরে তিনি তরুণ কণ্ঠ পত্রিকার রিপোর্টর হিসেবে আমাদের কাছে জাহির করেন! আশ্চর্য কান্ড হলো তরুণ কণ্ঠ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এ নামের কাউকে চিনেন না! তার মানে শামীম একজন ভন্ড ও প্রতারক।
এদিকে ভুক্তভোগী নারী, তার নিজের সম্পদ বেদখল করতে ভুক্তভোগী নারী স্থানীয় মুরুব্বি, বিভিন্ন নেতা, সাবেক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর, সংশ্লিষ্ট থানায় একাধিক বার বিচার, বৈঠক করেও তার স্থায়ী সমাধান করে দিতে পারেনি কেউই। এরি ধারাবাহিক বুধবার দুপুরে শাহনাজ আক্তার তার নামজারীকৃত জায়গায় পুরাতন স্থাপনা ভেঙে দোকান নির্মাণ করার জন্য মিস্ত্রিদের কাজ করতে বলেন। কাজ বন্ধ করতে দুই ভাই হাতে দেশীও অস্ত্র নিয়ে আপন বোন ও তার দুই ছেলের উপর এলোপাতাড়ি হামলা করে মারাত্মক জখম করে।
এ বিষয় ভুক্তভোগী নারী বলেন, আমি আমার নামজারীকৃত দখলভোগরত জায়গায় মিস্ত্রি নিয়ে কাজ করার সময় শামীম রহমান ও মামনুল কবীর হামলা করে। শামিম নিজেকে সাংবাদিক পরিচয় দেয় অথচ কোন কার্ড বা প্রমান দিতে পারেনি জীবনে। এলাকার গন্যমান্য ব্যক্তিরা সমস্যা সমাধানের কথা বললেও তারা রাজি হয় না। এ বিষয় এলাকার গন্যমান্য ব্যক্তিরা একাধিক বার মিমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হয়।
তিনি আরও বলেন, আমি এ দুই সন্ত্রাসী’র কার্যক্রমে নিজের জীবন নিরাপত্তার অভাব লক্ষ করছি। এর আগে এ দুজন আমাকে ধারালো ছুরি দিয়ে হতে আঘাতসহ মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করে। সে বিষয় আমি মামলা করেছি। তবে চলমান সে মামলায় ১ দিনের জন্যও জেল হাজতে যেতে হয়নি তাদের। তারা কোর্টে হাজির হয়ে অজানা ক্ষমতার জোরে জামিন পেয়ে যায়। সে মামলায় আমি ও আমার পরিবার সঠিক বিচার না পাবার কারণে আজকে আবারও আমার উপর এলোপাতাড়ি হামলা চালায়।
খোঁজ নিয়ে জানা গেছে, পৈতৃক এ সম্পদের ভাগবাটোয়ারা নিয়ে ৩ ভাই বোনের মধ্যে পিতা-মাতা জীবিত থাকা কালে শুরু হয় বিভেদ। তবে সে সময় মোট সম্পদ ৩ জনকে শুধুমাত্র মৌখিক ভাবে ভাগ করে দেয়া হয় বলে জানা গেছে। পরে আইনি ওয়ারিশ হিসেব অনুযায়ী ৩ জনের ভাগবাটোয়ারা হয়ার কথা থাকলেও বোনকে বিভিন্ন অযুহাত দেখিয়ে জোর পূর্বক দু’ভাই বেশি জয়গা দখলে নেন। করা