Daily kaler Narayanganj:ফতুল্লায় জুয়া খেলার অভিযোগে ১৯জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ফতুল্লার মাসদাইর পাকাপুলস্থ মুন্নার বাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ফতুল্লা থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় জুয়ার খেলার চার বান্ডিল তাস ও নগদ ১৯ হাজার ৪শ ৩০ টাকা জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলো ফতুল্লার মাসদাইর এলাকার মো. কামরুল মন্ডল (৪০), মো. মোতালেব (২৮), মো. রফিক (৩৬), মো. এনামুল (৩৮), মো. রোমান (৪০), মো. হারুন (৩৮), মো. তানজিল (২৫), মো. আজিম আলী (৩৭), মো. আশরাফুল (৩৬), মো. রাজু (২৮), মো. আরিফ (৩২), মো. মামুন (৩৫), আমিনুল ইসলাম (৩০), মো. তানিম (২৮), মো. আলাল (৪৫), কবির হোসেন (৫০), মো. শাজাহান (৩৬), মো. আতাউর (৫৫) ও শান্ত (১৯)।
ওসি শরীফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ফতুল্লা থানা পুলিশের যৌথ অভিযান চালায়। এসময় জুয়ার আসর থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।