বন্দরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার।

বন্দরে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে বন্দর পুলিশ। শনিবার ২১ জুন সকালে উপজেলার স্বল্পেরচর এলাকায় সমরক্ষেত্রের পাশে একটি পরিত্যক্ত জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা যায়, নিহতের পরন সাদা রঙের প্যান্ট ও কালো টি-শার্ট ছিল ।

এবিষয়ে বন্দর থানার উপ পরিদর্শক (অভিজিৎ চৌধুরী) গণমাধ্যমকে জানান, সকালে সমরক্ষেত্র মাঠে কিশোররা খেলা-ধুলা করার সময় পরিত্যক্ত জায়গায় লাশটি পড়ে থাকতে দেখে ইস্থানিওরা পুলিশকে খবরদেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে লাশ এর কথা ইস্থানিও লকজন কে জিগেশ করা হলে তারা বলে আগে কখনো দেখেনি।
ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যর পর লাশ এখানে ফেলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *