Daily kaler Narayanganj:বন্দরে পুলিশের অভিযানে ৩৪ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবকে আটক করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ৪টায় বন্দরের দাঁশেরগাও বাসস্ট্যান্ডের সামনে থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম।
আটককৃতরা হলেন, বন্দরের নবীগঞ্জ ইসলামবাগ এলাকার আব্দুল মালেক মিয়ার ছেলে ইমন (২৫), একই এলাকার গোলাম মোহাম্মদ মিয়ার ছেলে রুবেল (৩০)
পুলিশ জানায়, এক অভিযানে বন্দরের দাঁশেরগাও বাসস্ট্যান্ড এলাকা থেকে ইমন (২৫) ও রুবেল (৩০)কে আটক করা হয়। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক হুমায়ন কবির বাদী হয়ে মামলা করেছে। আটককৃতদের আজ দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে