Daily kaler Narayanganj:নারায়ণঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লা থানা এলাকার বেশ কিছু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মধ্যে এক মন্টু।
ফতুল্লার গোয়াইলা খাল ও কলেজে রোড এলাকায় দিনে দুপুরে অবাধে অবৈধ মাদক বিক্রি করছে মন্টু।
স্থানীয়রা জানান, যেখানে মাদক ব্যবসার কারনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ক্রসফায়ের মতো ঘটনা সংঘটিত হচ্ছে এবং চলমান এ সকল অভিযানের কারনে অনেক এলাকার চিহ্নিত মাদক কারবারিরা প্রশাসনের ভয়ে আত্মগোপনে রয়েছে সেখানে গোয়াইলা খাল এলাকার মন্টু মিয়া ব্যবসা চালিয়ে যাচ্ছে।
Daily kaler Narayanganj বিশেষ অনুসন্ধানে গোয়াইলা খাল এলাকার মাদক বিক্রির চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। জানা যায়,গোয়াইলা খাল এলাকার রমরমা মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করছে মন্টু নামের ব্যক্তি।
মন্টু এলাকার বড় ইয়াবা ডিলার হিসেবে পরিচিত। গোয়াইলা খাল ও কলেজে রোড এলাকার রমরমা ইয়াবা ব্যবসায় চালিয়ে যাচ্ছে মন্টু।
কিছু দিন আগে মন্টু পালিয়ে মাদক বিক্রি করলেও এখন আবারো প্রকাশ্য মাদক বিক্রি করছে গোয়াইলা খাল ও কলেজে রোড এলাকায়।
এ ব্যাপারে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজুল হক জানান, ফতুল্লার কোন মাদক ব্যবসায়ী কে ছাড় দেয়া হবেনা। আমরা এখন যেহেতু জানতে পেরেছি গোয়াইলা খাল ও কলেজে রোড ব্যবসায়ীদের উপর যথাযথ ব্যবস্থা নিব।