কালের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল.) এর প্রধান ও জাতীয় সমমনা জোট শীর্ষ নেতা কমরেড সাইদ আহমেদ সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর একটি বিবৃতিতে বলেন-
জাতীয় মুক্তি আন্দোলনে শহীদ’দের সকল পরিবারকে আজীবন ভাতা সহ আহতদের সুচিকিৎসার সম্পূর্ণ ব্যয়বার সরকারকেই বহন করতে হবে,
নরঘাতক খুনি হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে সকল সূর্য সৈনিকেরা দিয়ে গেল প্রাণ-দেশ ও জাতির জন্য উৎসর্গ করে দিল তাদের সারা জীবনের স্বপ্ন, সেই শহীদদের জানাই লাখো সালাম এবং যারা আহত হয়েছেন এখনো চিকিৎসাধীন আছেন সেই অকুতোভয় সৈনিকদের আরগ্য কামনা করছি।
তিনি আরও বলেন -বিশেষ করে নিহতদের পরিবারকে আজীবনের ভাতা সহ আহত সূর্য সৈনিকদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বর্তমান সরকারকেই বহন করতে হবে এটাই জাতীয়তাবাদী জোট’ভুক্ত সাম্যবাদী দল (এম এল) এর দাবি।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন- “আগামীতে বিজয় হবে ধানের শীষের”