Daily Kaler Narayanganj:নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্ত্রাসী শাহ নিজামের ছত্রছায়ায় ফতুল্লার রামারবাগজুড়ে বছরের পর বছর ত্রাসের রাজত্ব কায়েম করেছেন আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক। অথচ, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রূপ পরিবর্তন করে এখন বিএনপি নেতা সাঁজতে শুরু করেছে সে। সর্বশেষ, ১৫ আগস্ট ফতুল্লার রামারবাগ এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে তাকে। যা নিয়ে ক্ষুব্ধ ফতুল্লা বিএনপি নেতৃবৃন্দ।
খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাবস্থায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের নাম ভাঙিয়ে ফতুল্লার রামারবাগ জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক। রামারবাগস্থ মেট্টো গার্মেন্টেসের ঝুট সেক্টর নিয়ন্ত্রণ থেকে শুরু করে পুরো এলাকায় চাঁদাবাজি, লুটতরাজসহ বিভিন্ন অপকর্ম করে বেড়াতো সে। অথচ, আওয়ামী লীগ সরকার পতনের মাত্র কয়েকদিনের মাথায় নতুন রূপে ফিরেছে সে। পুরো এলাকায় এখন নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে বেড়াচ্ছে রাজ্জাক।
এলাকাবাসীর অভিযোগ, নারায়ণগঞ্জের সন্ত্রাসখ্যাত শাহ নিজামের পরিচয় দিয়ে এলাকায় যা ইচ্ছেখুশী করে বেড়াতো আবদুর রাজ্জাক। ভয়ে তটস্থ হয়ে সাধারণ মানুষ কখনো তার বিরুদ্ধে দাঁড়িয়ে কোন বিষয়ে প্রতিবাদ করার সাহস পেতো না। অথচ, এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর থেকে রূপ পাল্টে নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে বেড়াচ্ছে রাজ্জাক। তার মানে এখনো কি তার সব সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত থাকবে?
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ ক’জন বিএনপি নেতা বলেন, এই পল্টিবাজদের জায়গা দেওয়ার কারণেই দীর্ঘ ১৫ বছরের বেশি সময়ধরে ভুগেছে বিএনপি। নতুন করে আবার আওয়ামী ঘোরানার লোকদের দলে সুযোগ করে দিলে পরিস্থিতির মন্দ ছাড়া কখনো ভালো হবে না। সুতরাং এখনই বিষয়টি নিয়ে বিএনপি নেতৃবৃন্দের ভাবা উচিৎ।
এ বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাককে মুঠোফোন করা হলে প্রশ্ন শুনে ফোনটি কেটে দেন তিনি। এরপর আরও দু’বার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।