সাম্যবাদী দলের নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটি গঠন

কালের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টারহঃ


মার্কসবাদ লেলিনবাদ ও মাওসেতুং আদর্শে বিশ্বাসী,
কমরেড মো:তোয়াহা এবং কমরেড সুখেন্দু দস্তিদার এর  বিপ্লবী চেতনায় উজ্জীবিত,দলের বিপ্লবী ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে-ঐতিহ্যবাহী রাজনৈতিক কমিউনিস্ট সংগঠন বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) এর সম্প্রতি নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটি গঠিত হয়।।
বিশিষ্ট শ্রমিক নেতা – কমরেড হুমায়ূন আহাম্মেদ আহবায়ক এবং রাজপথের লড়াকু সৈনিক কমরেড আশরাফ’কে সদস্য সচিব এবং চারজন যুগ্ন আহবায়ক ও চারজন যুগ্ম সদস্য সচিব করে সর্ব সম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
  যুগ্ন আহবায়ক’দের মধ্যে রয়েছেন:-
১)সিনিয়র যুগ্ন আহ্বায়ক কমরেড কামাল হোসেন (অবসরপ্রাপ্ত সেনা অফিসার)।
২) যুগ্ন আহবায়ক কমরেড এইচ রবিউল চৌধুরী।
৩) যুগ্ন আহবায়ক কমরেড আব্দুল মতিন এবং
৪) কমরেড ইয়াসিন আরাফাত শুপ্ত।।
# নিম্নে কমিটির সম্মানিত বিপ্লবী যুগ্ন সদস্য সচিবদের মধ্যে রয়েছেন:-
১) সিনিয়র যুগ্ম সদস্য সচিব কমরেড মাহমুদুল্লাহ তামিম।
২) যুগ্ন সদস্য সচিব কমরেড মোহাম্মদ গুলজার প্রধান,
৩) যুগ্ম সদস্য সচিব কমরেড মোঃ আল আমিন এবং
৪) যুগ্ন সদস্য সচিব কমরেড মোঃ শাকিল।
সম্মানিত সদস্যরা হলেন:-
কমরেড মোঃ রোমান,কমরেড মো:সুমন সরদার, কমরেড মোঃ গোলাম রাব্বি রাফি, কমরেড মোঃ আনোয়ার হোসেন, কমরেড মোঃ বিল্লাল হোসেন, কমরেড মোঃ আলম হোসেন, কমরেড মোঃ রফিকুল ইসলাম, কম:মোঃ বাপ্পি, ও কমরেড সাব্বির হোসেন এবং মহিলার সদস্যদের মধ্যে রয়েছেন-: কমরেড মোসাম্মদ মরিয়ম ও কমরেড হুমায়রা ইসলাম।

কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য কমরেড মাহবুব মিয়া এবং কমরেড নুরুদ্দীন ঢালি ও কমরেড সুমন হাওলাদার সহ জেলা কমিটির  নেতা কমরেড জাকির শিকদার সহ নবগঠিত কমিটির সকল সদস্যের উপস্থিতিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *