সাম্যবাদী দল এর পক্ষ থেকে শেখ হাসিনার পতনে বিজয় র‍্যালী

Daily Kaler Narayanganj:বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এর পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) নগরীর বঙ্গবন্ধু সড়কে বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির পক্ষ থেকে এই বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়।র‍্যালীটি শহরের ২নং রেলগেইট থেকে শুরু হয়ে চাষাড়া মোড় ঘুরে ফের ২নং রেলগেইটে এসে শেষ হয়। এসময় সুদূর আমেরিকা থেকে জুমের মাধ্যমে মিছিলে সংযুক্ত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এর দলীয় প্রধান ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা কমরেড সাঈদ আহমেদ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এর পলিট ব্যুরোর সদস্য কম. মেহেবুবু মিয়া বলেন, আমাদের দলের প্রধান মামলা খেয়ে দেশের বাইরে আছেন। এই সরকারের কারণে অনেক নেতা গুম, খুন হয়েছে। এই গুম, খুনের ভয়ে তিনি দেশত্যাগে বাধ্য হয়েছিলেন। তিনি আবারো আসবেন আপনাদের মাঝে। আবারো এসে তিনি আপনাদের পাশে দাঁড়াবেন, রাজনীতি করবেন।

তিনি আরও বলেন, আপনারা কেউ আইন হাতে তুলে নিবেন না। কোন জ্বালাও পোড়াওয়ের সাথে লিপ্ত হবেন না। একটি সন্ত্রাসী গোষ্ঠি ছাত্র-জনতার এই বিজয়কে ধূলিস্যাৎ করতে চায়। আমরা তা হতে দেবো না। আমরা শুরু থেকেই রাজপথে ছিলাম এখনো আছি আর ভবিষ্যতেও থাকবো। আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশের সাম্যবাদী দল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কম. নুর উদ্দিন, সাধারণ সম্পাদক সুমন হাওলাদার, মহানগরের সভাপতি মো. আশরাফ, সাধারণ সম্পাদক মো. মাতিন, শ্রমিক নেতা হুমায়ুন কবির, ফতুল্লা থানা কমিটির সভাপতি কম, গুলজার, জাতীয় ছাত্র সংসদ কেন্দ্রীয় কমিটির নেতা মিরাজ হোসেন, যুব সংহতি নেতা শাকিল, মো. নয়ন, রবিউল ঢালী, হেলাল ফকির, রুবেল সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *