Daily Kaler Narayanganj:-
সিদ্ধিরগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন করেছে তার দ্বিতীয় স্ত্রী। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় ওই ঘটনা ঘটে। ঘটনার পর নিজেই থানায় ফোন করে বিষয়টি পুলিশকে জানিয়েছেন অভিযুক্ত স্ত্রী। শনিবার (৪ জানুয়ারি) ভুক্তভোগীর ছোট ভাই আরিয়ান আহমেদ সোহান এই ঘটনায় একটি মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী স্বামীর নাম সোহাগ রাড়ি(৩০)। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী মোসা. হালিমা (২৬) কে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, চার বছর আগে প্রথম স্ত্রীকে না জানিয়েই হালিমাকে বিয়ে করেন সোহাগ। বিয়ের পর থেকে প্রথম স্ত্রীর সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল, যা মেনে নিতে পারছিলেন না হালিমা। বিষয়টি নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। শুক্রবার রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি চরম পর্যায়ে পৌঁছায়। একপর্যায়ে হালিমা স্বামী সোহাগকে দড়ি দিয়ে বেঁধে ধারালো বটি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলেন। ঘটনার পর হালিমা নিজেই অ্যাম্বুলেন্স ডেকে সোহাগকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং পুলিশকে ফোন করে ঘটনাটি জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হালিমাকে আটক করে এবং আহত সোহাগকে হাসপাতালে পাঠায়।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহীনুর আলম বলেন, আমরা ভুক্তভোগীকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেছি। অভিযুক্ত দ্বিতীয় স্ত্রী হালিমাকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর ছোট ভাই মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।