Daily Kaler Narayanganj:নারায়ণগঞ্জ শহরের কালিবাজার এলাকায় চাঁদাবাজ, মাদক বিক্রেতা, সন্ত্রাসী ও ত্বকী হত্যা মামলার আসামি রিফাত, কোরবান আলী, শ্যামল, বাহার, হৃদয় ও সম্রাটের বিরুদ্ধে মানববন্ধন করেছে ১৩ নং ওয়ার্ড বিএনপি।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় শহরের কালিবাজার চারারগোপ এলাকায় ব্যবসায়ী আবুল কালাম এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন ব্যবসায়ী হীরা সরদার, ব্যবসায়ী মোহাম্মদ মতিউর রহমান, চা ব্যবসায়ী মহসিন প্রমুখ।
বক্তারা বলেন কালির বাজার ও আমলাপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ত্বকী হত্যার আসামি রিফাত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, হৃদয়, বাহার, সম্রাট, কোরবান আলী ও শ্যামলের নেতৃত্বে উক্ত এলাকায় চাঁদাবাজী ও মাদক ব্যবসা চালিয়ে আসছে।
এর প্রতিবাদ করায় ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সর্দারসহ অন্যান্য নেতাকর্মীদের নামে মিথ্যা অপপ্রচার করছে।
বক্তারা বলেন, উল্লেখিত চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক বিক্রেতারা গত আওয়ামীলীগ সরকারের আমলে নানান অপকর্ম করে আসছে। তারা বিএনপি নেতা হীরা সরদার সহ বিভিন্ন ব্যক্তিদের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে।
নুরুল ইসলাম সরদার, হীরা সরদার মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় উল্লেখিত ব্যক্তিরা নানান ধরনের অপপ্রচার চালাচ্ছে।