Daily Kaler Narayanganj:নারায়ণগঞ্জে মাইক্রোবাসচাপায় রানু বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার ২১ জুন দুপুরে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে।
রানু বেগম কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার বেড়াখোলা গ্রামের আবু তাহেরের স্ত্রী।
আবু তাহের বলেন, আমার গ্রামের বাড়ি কুমিল্লা থেকে ফতুল্লার দাপা এলাকায় ভাড়া বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এখানে তিনি আমাকে দেখতে এসেছিলেন।
ফতুল্লা মডেল থানার এসআই সঞ্জয় বলেন, রাস্তা পারাপারের সময় নারায়ণগঞ্জগামী একটি মাইক্রোবাস রানু বেগমকে চাপা দিয়ে চলে যায়। তখন রানু বেগম ঘটনাস্থলে মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।