Daily Kaler Narayanganj:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ঢাকা চট্রগ্রাম মহাসড়কে চাঁদাবাজিকালে মোঃরিপন (৪৪) নামে এক চাঁদাবাজকে আটক করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের সদস্যরা।
শনিবার (২২ জুন) সকালে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) শরফুদ্দিন রিপনকে পরিবহন থেকে চাঁদা আদায় করার সময় আটক করেন।
এ সময় তার কাছ থেকে চাঁদাবাজির ১০২০ টাকা জব্দ করা হয়। আটক রিপন ব্রাম্মণবাড়িয়া জেরার বাঞ্চারামপুর থানার জোনারচর গ্রামের মোঃ শিশু মিয়ার ছেলে। সে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকে।
এ ঘটনায় ভুক্তভোগী এক বাসের মালিক মোঃ শফিউল আলম বাদী হয়ে রিপনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেছেন।
এবিষয়ে এলাকা বাসি বলেন এই চাঁদাবাজ দের কারনে আমরা অতিষ্ট হয়ে গেছি
২০টাকার ভারা মেরে চাঁদাবাজ দের দিতে হয় ৩০টাকা।
এরআগেও পরিবহনে চাঁদাবাজিকালে রিপন র্যাব-১১ কর্তৃক গ্রেপ্তার হয়েছিলো।