কমরেড সাঈদ ও এস’কে সিনহা দেশের বর্তমান ও আগামী দিনের করণীয় নিয়েআলোচনা

Daily Kaler Narayanganj:দেশের বর্তমান ও আগামী দিনের করণীয় নিয়ে সাবেক বিচারপতি এস’কে সিনহা ও সাম্যবাদী দল (এম.এল) এর দলীয় প্রধান ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা সাঈদ আহমেদ।

সাঈদ অহামেদ বলেন
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার সাথে দীর্ঘক্ষণ আলোচনার পর,এই সম্মানিত ব্যক্তি জাতির উদ্দেশ্যে বলেন আগামী দিনে জাতির জন্য ভালো কিছু একটা করতে হবে,এই প্রত্যয় দোষনা করেন তিনি

সাবেক বিচারপতি বলেন হাসিনা আমাকে যে ভাবে অমানবিক পন্থায়, পৈশাচিক কায়দায় দেশ থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছিল, এই ফ্যাসিস্ট মহিলার তার থেকেও ভয়াবহ পরিণতি হয়েছে বলে আমি আনন্দিত

বিচারপতি এসকে সিনহার জাতির উদ্দেশ্যে দেয়া কিছু বক্তব্য সহ ভিডিও সহসাই প্রচার করা হবে ইনশাল্লাহ গতকাল বিশিষ্ট ব্যবসায়ী,প্রখ্যাত সাবেক ছাত্রনেতা, বিএনপির আদর্শের সৈনিক, রাজশাহী নওগাঁ’র কৃতি সন্তান রেজা ভাই সহ কানাডায় ডাউন টাউনে তারই মালিকাধীন রেস্টুরেন্টে এ এই আলোচনা অনুষ্ঠিত হয়।

সাঈদ আহমেদ বলেন বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) এর মুখপাত্র হিসাবে এবং ২০ দলীয় জোটের শীর্ষ নেতার সম্মানে দেশের বর্তমান ও আগামী দিনের করনীয় শীর্ষ আলোচনা করতে গিয়ে আগামী জাতীয় নির্বাচন কোন পথে,ও দেশের স্থিতিশীলতা প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়, পরবর্তীতে আলোচনার সারমর্ম প্রচার করা হবে
বিপ্লব দীর্ঘজীবী হোক
জয় হোক মেহনতী মানুষের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *