রূপগঞ্জে নিজ দোকান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার।

Daily kaler Narayanganj:নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ দোকান থেকে সোহেল নামে এক জুয়েলারি ব্যবসায়ী রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে রুপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রানীপুড়া বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোহেল উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার শফিউল্যার ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, এক বছর ধরে রানীপুড়া বাজারে আতাউর মাস্টারের মালিকানাধীন মার্কেটে একটি দোকানে জুয়েলারি ব্যবসা করে আসছিলেন সোহেল। তিনি রাতে দোকানেই ঘুমাতেন। শুক্রবার দুপুরে পাশের স্টুডিও ব্যবসায়ী নুরুল হক তার দোকান খুলে ভেতরে প্রবেশ করার সময় পাশের দোকান থেকে রক্ত ভেসে আসতে দেখেন। পরে তিনি বিষয়টি মার্কেট মালিক ও স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ আরও জানায়, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। রাতের যে কোনও সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে কম্বল দিয়ে ডেকে রেখে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *