খানপুর ব্যাংক কলোনীতে মাদক ব্যবসায়ী কৃষ্ণার মাদকে নাস্তানাবুদ নতুন প্রজন্ম

Daily kaler Narayanganj:নারায়ণগঞ্জ জেলার শহর ও শহরতলীতে মাদকের প্রবনতা এরুপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে পুলিশ প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্তাবাবুরা মাদক ব্যবসায়ীদের দেখেও না দেখার ভান করছেন।

প্রশাসনের এরুপ আচরনে শহর ও শহরতলীর প্রতিটি পাড়া-মহল্লায় হাত বাড়ালেই যেন মাদক পাওয়াটা এখন সহজময় হয়ে পড়েছে আর মাদকাসক্ত হয়ে পড়ছে বিভিন্ন বয়সী ছেলে মেয়েগুলাে।

এমনই একটি মাদকস্পট হচ্ছে নারায়ণগঞ্জ জেলা নগরীর খানপুর ব্যাংক কলোনি এলাকা।

নারায়ণগঞ্জ শহরের খানপুর ব্যাংক কলোনি এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে মাদক মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী কৃষ্ণার রমরমা মাদক ব্যবসা। একাধিকবার প্রশাসনের হাতে গ্রেফতারের পরও কৃষ্ণার মাদক বিক্রির দৌরাত্ম যেন কিছুতেই কমানো যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

চলমান মাদক বিরোধী অভিযানকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে নারায়ণগঞ্জ খানপুর ব্যাংক কলোনি ছোট মসজিদ এলাকায় কৃষ্ণা ও তার সহযোগীসহ বেশ কিছু মাদক কারবারী দিনে দুপুরে অবাধে অবৈধ মাদক বিক্রি করছে।

এদিকে স্থানীয়রা বলছেন, পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জরুরিভিত্তিতে কঠোর ব্যবস্থা না নিলে যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। মাদক সিন্ডিকেট শিকড় থেকে উপড়ে ফেলতে হবে। তা না হলে সমাজে এই মাদকের ভয়াল থাবা থেকে কেউই নিরাপদ নয়।

কথাপ্রসঙ্গে এক বিদ্যালয়ের শিক্ষক জানান, মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা রয়েছে বহাল তবিয়তে। উঠতি বয়সি তরুণ-তরুণীরা ধ্বংস হচ্ছে। গড়ে উঠছে ছোট-বড় কিশোর গ্যাং। অভিভাবক মহল রয়েছে চরম বিপাকে। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে অনেকে চুরি-ছিনতাই করছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *