কালের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জের নতুন জেল সুপার হিসাবে দায়িত্ব পেয়েছেন ফোরকান ওয়াহিদ
বুধবার (৩০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে ৮ জন জেল সুপার ও সিনিয়র জেল সুপারের বদলির আদেশ দিয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেনকে গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার পদে বদলি করা হয়েছে এবং চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ ফোরকান ওয়াহিদকে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার পদে বদলি করা হয়েছে।