সাবেক সাংসদ গোলাম দস্তগীর গাজীর ২ দিনের রিমান্ড মঞ্জুর।

কালের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টারঃ-

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইউম জানান, শাওন আহমেদ নামে এক যুবদল কর্মী হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন আহমেদকে গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী নারায়ণগঞ্জ ১ আসনের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ৬ নভেম্বর গোলাম দস্তগীর গাজীকে শাওন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শামীমা আক্তারের আদালতে হাজির করে সদর মডেল থানা পুলিশ। শুনানী শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে যুবদল কর্মী শাওন আহাম্মদকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। তবে তৎকালে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের না হয়ে বিএনপির ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে উল্টো মামলা দায়ের করা হয়েছিল। ওই ঘটনার প্রায় ২ বছর পরে চলতি বছরের ২১ অক্টোবর নিহতের বড় ভাই মিলন মিয়া বাদি হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাবেক এসপি সাবেক ডিসি ও সাবেক ৫ এমপিকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় নারায়ণগঞ্জের সদ্য সাবেক পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে প্রধান আসামী করা হয়েছে। সেই সঙ্গে তৎকালীন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ ২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ ১ আসনের সাবেক এমপি ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর, নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা সহ ৫২ জনের নাম উলে­খ করে অজ্ঞাত পরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *