বিপুল পরিমাণ মাদক উদ্ধার, রহিঙ্গা সহ আটক ২

কালের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টারঃ

সোনারগায়ে আলাদা অভিযানে রোহিঙ্গা যুবকসহ এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) উপজেলা মোঘনা টোল প্লাজার সামনে ২টি পৃথক বাস থেকে অভিযুক্ত রোহিঙ্গা যুবক ও ঝর্না নামের এক নারীকে আটক করা হয়। এসময় যুবকের থেকে ১ হাজার পিস ইয়াবা ও নারীর থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ঢাকার সবুজবাগ বাসাবো বাজার এলাকায় ওহাব কলোনীর আ: লতিফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল জলিলের মেয়ে ঝর্না বেগম (৩২) ও যুবক হলো মিয়ানমারের নাগরিক ও রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী জানান, দুটি পৃথক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এক রোহিঙ্গা যুবকসহ এক নারীকে আটক করা হয়েছে । তাদের কাছে থেকে ৭৫ হাজার টাকা মূল্যের ৩০ বোতল ফেনসিডিল ও ৩ লাখ টাকা মূল্যের ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের পরবর্তী আইনানুক কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *