চাষাঢ়ায় যৌথ অভিযান

কালের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টারঃ

যানজট নিরসনে নারায়ণগঞ্জে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওই যৌথ অভিযান পরিচালনা হয়েছে।

এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ‘চাষাঢ়াসহ শহর থেকে অবিলম্বে সকল অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হবে বলে জানান ।’

জাকির হোসেন জানান, চাষাঢ়া মোড়ে যে বাস কাউন্টারগুলো আছে এই বাস কাউন্টারগুলোর জন্য যানজট সৃষ্টি হয়। আমরা আজ তাদের সতর্ক করে দিয়েছি এবং নির্দিষ্ট সময়সীমা বেধে দিয়েছি। এসময়ের মধ্যে তারা বাস নিয়ে চলে যাবে। আর ট্রাকের জন্যেও আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি।

তিনি বলেন, আমরা চাষাঢ়ায় নো পার্কিং জোন মার্ক করে দিয়েছি। এখানে কেউ পার্ক করতে পারবে না। আমরা আজকেও এখানে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করেছি। অবৈধ স্ট্যান্ড যতগুলোই থাকুক আমরা উচ্ছেদ করে দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *