Daily Kaler Narayanganj:-
ফতুল্লায় বিসমিল্লাহ ডাইং নামের এক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরের ফতুল্লার থানার পিলকুনী এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিসমিল্লাহ ডাইংয়ের মালিক সাইফুল ইসলাম গনমাধ্যমকে জানায়, “আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লক্ষ টাকা হতে পারে, তবে কোনো কর্মচারী আহত হননি এবং বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার ওবায়দুল ইসলাম বলেন, আগুনের সূত্রপাত বয়লার থেকে হয়েছে। আমরা সংবাদ পাওযার সাথে সাথে দুপুর ১ টা ১০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হই। আগুন নিয়ন্ত্রনে ৪টি ইউনিট কাজ করেছে। প্রায় ২ টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনতে পেরেছি। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।