আড়াইহাজারে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার নামে প্রতারণা আটক ১

ঘটনায় অভিযুক্ত অপর যুবক আশরাফুল ইসলাম এখনো পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, আড়াইহাজার থানার লক্ষীপুরা গ্রামের বাসিন্দা মো. ইদ্রিস আলী তার ছোট ছেলে মারুফ রহমান অভির জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহের প্রয়োজন হলে এলাকার পূর্ব পরিচিত আশরাফুল ইসলাম অনন্তের সাথে যোগাযোগ করেন। আশরাফুল তাকে জানান যে, তার পরিচিত মো. রিজন এই কাজটি করি দিতে পারে। গত ২৬ নভেম্বর মো. ইদ্রিস আলীকে রিজনের কাছে নিয়ে যায় আশরাফুল। সেখানে রিজন পুলিশ ক্লিয়ারেন্স করাতে পাসপোর্টের ফটোকপি ও অথোরাইজেশন লেটার চেয়ে নেন এবং কাগজপত্রে সমস্যা আছে বলে দাবি করেন। তিনি জানান, এই ক্লিয়ারেন্স করাতে ১৫ হাজার টাকা লাগবে। এ সময় মো. ইদ্রিস আলী নগদ ৪ হাজার টাকা প্রদান করেন। এরপর বিকাশের মাধ্যমে ওই যুবক প্রথমে ১ হাজার টাকা এবং পরে আরও ১০ হাজার ২০০ টাকা হাতিয়ে নেয়।

রিজন মো. ইদ্রিস আলীকে আশ্বাস দেয়, পুলিশ ক্লিয়ারেন্স তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কিন্তু সময় পেরিয়ে গেলেও কোনো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাননি মো. ইদ্রিস আলী। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে খোঁজ নেন এবং নিশ্চিত হন যে, প্রতারকরা তাকে ফাঁদে ফেলেছে।

এ ঘটনায় মো. ইদ্রিস আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় প্রতারণার মামলা দায়ের করেন।

এ ঘটনায় জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘পুলিশ ক্লিয়ারেন্সসহ যেকোনো সরকারি সেবার জন্য দালাল বা মধ্যস্বত্বভোগীদের প্রলোভনে পড়বেন না। কারো দ্বারা প্রতারিত হলে দ্রুত পুলিশকে জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *