কালের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টারঃ-
নগরীর চাষাড়া বিজয় স্তম্ভ থেকে ইঁদুরে খাওয়া অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধায় ফালান হরফে হেলাল নামের ওই ব্যাক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।
নিহত হেলাল বরিশালের পাতারহাট এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ‘নিহত ফালান ওইখানে থাকে, মানুষ কিছু দিলে খায় সেখানেই ঘুমায়। আমরা তথ্য পেয়ে লাশ উদ্ধার করেছি। দেখে মনে হচ্ছে লাশটা ২ দিন আগের তরে শীতের কারণে গলেনি। মারা যাওয়ার আগে কম্বল দিয়ে শুয়ে ছিলো। মানুষ মনে করেছে হয়তো ঘুমিয়ে আছে। কিন্তু ২ দিন এমন ভাবে শুয়ে থাকতে দেখে আশেপাশের মানুষের সন্দেহ হয়। লাশটা পেড় থাকায় কিছু ইঁদুর খেয়েছে বলে চিহ্ন পেয়েছি। আমরা পরিবারের সাথে কথা বলেছি। নিহতের ৪ ভাই, মা এক ভাইয়ের সাথে কেরানীগঞ্জ থাকে।’