Daily Kaler Narayanganj:সাংবাদিক বিল্লাল হোসেনের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় নগরীর মিশনপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিক বিল্লাল হোসেন হলেন দেশটিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি। তিনি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সাংবাদিক বিল্লাল বলেন, আমি ও জি টিভির ক্যামেরাম্যান মিলে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। সেখানে ৪-৫ জন লোক লাঠি নিয়ে এসে আমাদের প্রশ্ন করে তুই সাংবাদিক কিনা। আমি হ্যা বলাতেই তারা মারধর শুরু করে। এক পর্যায় আমি কোন ভাবে সেখান থেকে দৌড় দিলে অন্য সাংবাদিক ভাইয়েরা আমাকে বাচাঁতে এগিয়ে আসে। এরপর তারা আমাকে খানপুর হাসপাতালে (৩০০ শয্যা হাসপাতাল) নিয়ে আসে।
এদিকে এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ। অবিলম্বে এ হামলার সুষ্ঠু বিচার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।