কালের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এর প্রধান ও ২০ দলীয় জোট শীর্ষ নেতা- কমেরড সাইদ আহমেদ সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর বিবৃতিতে নারায়ণগঞ্জ বাসীর কাছে তার এবং তার পরিবারের সবার জন্য সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য দোয়ার দরখাস্ত করতে বলেন।
তিনি বলেন-
প্রিয় সাথীরা তোমরা ভালো আছো, ভালো থেকো এই প্রত্যাশাই থাকবে অবিরাম
পশ্চিম দিগন্তের নতুন সূর্যের আলোকিত সু’প্রভাতের বিশেষ মহিমায় মহিমান্বিত সময়ে শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী সহ প্রিয় মাতৃভূমির অধিকার বঞ্চিত মানুষগুলাকে জানাই রক্তিম শুভেচ্ছা ও মোবারকবাদ সকলের সুস্বাস্থ্য সহ নেক হায়াত কামনার মাধ্যমে তোমাদের কাছে দোয়ার দরখাস্ত রইল।।
তিনি আরও বলেন – অতীতের ফেলে আসা দিনগুলো কে ভুলে যেও না, অতীতের শিক্ষা থেকেই আগামী দিনের সার্থকতা বয়ে আসবে, মানুষ হিসাবে অতীতে ভুল-ত্রুটি সত্ত্বেও আলোকিত সুন্দর জীবনের প্রত্যাশায় আমরা বেঁচে আছি যুগ যুগ ধরে, দেশ জাতি জনগণের বৃহত্তর স্বার্থে, আসুন আমরা দ্বন্দ্বমূলক অবস্থান থেকে বেরিয়ে এসে প্রিয় মাতৃভূমি অর্থাৎ দেশ গড়ার কাজে নিজেকে আত্মনিয়োগ করি, তাহলেই হবে জাতির সার্থকতা।