কালের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টারঃ–
নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় এক গেঞ্জি হোসিয়ারীতে আগুন লেগেছে।
শুক্রবার (৮ নভেম্বর) নয়ামাটি এলাকার ফাতে চাঁন মার্কেটের (মসজিদ মার্কেট) অষ্টম তলায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক ফখরউদ্দিন আহমেদ জানান, আজ রাতের দিকে এক গেঞ্জি হোসিয়ারীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পাওয়া মাত্রই আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গেলে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো বলেন, বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে।