Daily kaler naraynganj:বন্দরে ৫০ কেজি গাঁজাসহ বাদশা (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বুধবার (২০ নভেম্বর) ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। সেই সাথে মাদক বহনকৃত পিকআপ গাড়ীটি জব্দ করা হয়।
গ্রেপ্তার বাদশা মিয়া খাগরাছড়ি জেলার মানিকছড়া থানার মানিকছড়ি হাজীপাড়া এলাকার মৃত রুহুল আমিন মিয়ার ছেলে।
গাঁজা উদ্ধারের ঘটনায় র্যাব-১১ ডিএডি মো. আব্দুল্লা শেখ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছেন। গ্রেপ্তারকৃত মাদক পাঁচারকারীকে উল্লেখিত মামলায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
র্যাব-১১ ডিএডি মো. আব্দুল্লাহ শেখ গণমাধ্যমকে জানান, গোপন সূত্রের মাধ্যমে মাদক পাচারের খবর পেয়ে বুধবার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের রাফি পেট্রোল পাম্পের সামনে অবস্থান নিয়ে ঢাকাগামী সাদা রংএর একটি পিকআপ গাড়ী যার রেজি নাম্বার ঢাকা মেট্রো ন ১৯-৫৮৮৫ তল্লাশি চালিয়ে চালকের সিটের পাশে ৩টি প্লাস্টিক বস্তায় রক্ষিত ৫০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।
বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) জানান, ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজকে তাকে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।